সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। তাদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
এবার লাখাই উপজেলায় ৬৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। এর মধ্যে লাখাই ইউনিয়নে ১৯টি, মোড়াকরি ইউনিয়নে ১৬টি, মুড়িয়াউক ইউনিয়নে ১টি, বামৈ ইউনিয়নে ৭টি, করাব ইউনিয়নে ৮টি ও বুল্লা ইউনিয়নে ১২টি মোট মন্ডপ পূজার জন্য তৈরি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বছরের পঞ্জিকা মতে ৯ অক্টোবর বুধবার মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা উৎসব।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান- দুর্গাপূজায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।