সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণ, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (হপবিস) শায়েস্তাগঞ্জ সদর দপ্তরের ৪ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, এজিএম (এডমিন), রফিকুল ইসলাম, ডিজিএম (কারিগরি) মোঃ ফয়জুল্লাহ, গোলাম কাউসার তালুকদার, দেলোয়ার হোসেন, নবীগঞ্জ ডিজিএম মোঃ পারভেজ ভূইয়া, নোয়াপাড়া ডিজিএম মোঃ জোনায়দুর রহমান, চুনারুঘাট ডিজিএম মোঃ আব্দুল্লাহ আলম মাসুদ, বানিয়াচং ডিজিএম মোঃ আসাদুজ্জামান অনুজ প্রমূখ।