স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক আলোচনা সভা, শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে লিগ্যাল এইড সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ (দশ) জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এভাবেই শিক্ষার্থীদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম ছড়িয়ে পড়বে মর্মে লিগ্যাল এইড অফিসার আশাবাদ ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com