কামরুল হাসান ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভাসহ সকল উপজেলা সদরের পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য ৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের ৬ কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজ সেবা কর্মকতা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই কমিটির সদস্যবৃন্দ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক)২ অনুযায়ী প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা করবেন বলেও আদেশে বলা হয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তুফা কামাল বলেন, গত ২৮ সেপ্টেম্বর দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় প্রকাশিত ‘শায়েস্তাগঞ্জ পৌরসভার পরিচালনা কমিটি গঠন’ সংবাদে তথ্যে ঘাটতি ছিল। যে কমিটি ছাপা হয়েছিল সেই কমিটি উপজেলা সদরের বাইরে কোনো পৌরসভার জন্য। আর উপজেলা সদরের পৌরসভার জন্য উল্লেখিত কমিটি করা হয়।