হবিগঞ্জের বানিয়াচঙ্গের কেন্দুয়াবহ গ্রামের দরিদ্র প্রফুল্ল দাসের স্ত্রী পার্বতী রানী মালাহা স্বামী, ১ কন্যা ও ২ পুত্র সন্তান নিয়ে এক সময় থাকতেন ভাঙ্গা একটি ঘরে। তার মাথায় লাগতো মেঘ বৃষ্টি আর রোদ। সম্প্রতি এ বিষয়টি আলোর পথে সামাজিক সংগঠন হবিগঞ্জ এর নেতৃবৃন্দের নজরে পড়ে। পরবর্তীতে তারা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম চৌধুরী, মেহেদি হাসান তৈয়ব, মাসুম খানঁ, মেহেদী হাসান, রুবেল আহমেদ, খোকন আহমেদ, সুমন চৌধুরীসহ প্রবাসীদের সহযোগিতায় ওই মহিলাকে একটি টিনশেড ঘর নির্মাণ করে দেন। শনিবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ সেখানে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘরটি পার্বতী রানীর কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সেলিম চৌধুরী। সংগঠনের সিনিয়র সভাপতি ফয়েজ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিনুর রহমান উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ক্বারী এম এ মতিন, সহ-কারি উপদেষ্টা রুহুল আমিন, এমরান চৌধুরী, আফজাল হোসাইন। উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আকাশ চৌধুরী, সহ-সভাপতি রায়হান আহমেদ, সুমন আহমেদ জনি, যুগ্ম সম্পাদক, আঃ রহমান, আঃ হামিদ, সহ সাংগঠনিক হাফিজুর রহমান, সিনিয়র সদস্য রোমান আহমেদ, সাকিব চৌধুরী, মিজান কাদেরী, নজরুল ইসলাম, জুবেল, রেজাউল করিম, মুবিন খান, মোস্তফা মিন্টু, রাহিনুর আলম, সাব্বির খাঁন, দেলোয়ার হোসেন, খোকন আহমেদ, সাদিয়া ইসলাম, তাহমিনা আক্তার, আয়রা তারিন, রিধি দাস, সাবিনা ইয়াসমিন, তানিয়া আক্তার, বন্যা আক্তার, মানিক মিয়া, মহসিন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আলোর পথে সামাজিক সংগঠন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে। অনুষ্ঠানের আগে সমাজ সেবক সৌদি প্রবাসী সেলিম চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি