স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এইচ এম ইশতিয়াক মামুনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বে-সরকারি উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে শনিবার সকালে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি আসাদুর রহমান জন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এইচ এম ইশতিয়াক মামুন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাত, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, আবুল বাশার, আলহাজ্ব শাহীন মিয়া প্রমূখ। পরে উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ডাঃ এ.এইচ এম ইশতিয়াক মামুনকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com