স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কোরবানীর পশুর হাটগুলোতে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। এসব গরুর চাহিদা বেশি হওয়ায় বিক্রেতার দামও হাকছেন চড়া। শুক্রবার হবিগঞ্জ শহরের গরুর বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা গেছে। বিক্রেতারা বলছেন, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি।
ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এবার মাঝারি গরুর দাম গড়ে ৫ থেকে ১০ হাজার টাকা বেশি। বিক্রেতারা জানান, হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতা কম। ক্রেতারা জানান, গতবারের চেয়ে এবার গরুর দাম বেশি। গতকাল বিকেলে বিক্রি হওয়া কয়েকটি গরুর ক্রেতার সাথে তারা জানান, গরুগুলোর একটি ১ লাখ ৪০ হাজার টাকায়, একটি ছোট গরু ৫৮ হাজার টাকায় ও একটি মাঝারি গরু ৭৫ হাজার টাকায় ক্রয় করেছেন।
গরুর বাজারের ইজারাদার বলেন, ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে।