স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাজারে মসলার দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত পরিমাণ মসলা থাকলেও তাদের কাছ থেকে বেশি দাম রাখা হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত দামেই প্রয়োজনীয় মসলা কিনছেন। ক্রেতাদের অভিযোগ, কোরবানির ঈদ এলেই বাজারে এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা, জিরা, লংসহ মাংসের উপযোগী মসলার বিক্রি বেড়ে যায়। আর এ সুযোগে বিক্রেতারাও এসব পণ্যের দাম বাড়িয়ে দেন। গত বছরের তুলনায় এ বছর এসব মসলার দাম অনেক বেশি। এ অবস্থায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের লোকজন পড়েছেন বিপাকে। অনেকেই বাধ্য হয়ে বেশি দামেই প্রয়োজনীয় মসলা কিনছেন। গতকাল শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার, সিনেমা হল বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।