স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন। তৃতীয় ধাপের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গতকাল ২৮ মে মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ মে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত উল্লেখিত ৩টি উপজেলার সর্বত্র ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। অপরদিকে, ২৭ মে রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মোটর সাইকেল ৩০ মে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না। হবিগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা এক আদেশে যানবাহন চলাচলে এই নিষেধাজ্ঞা জারি করেন।
আদেশে বলা হয়- রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনি এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com