মোঃ মামুন চৌধুরী ॥ আজ বুধবার (২৯ মে) অনুষ্ঠিত হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ প্রার্থী।
শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল (মোটরসাইকেল), আতাউর রহমান মাসুক (ঘোড়া), রকিব আহমেদ (দোয়াত কলম) ও মোঃ সুরুজ আলী মোল্লা (আনারস)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মোহাম্মদ জালাল উদ্দিন রুমী (তালা), আসম আফজল আলী (টিয়া পাখি), মোঃ মনোয়ার হোসেন জাকারিয়া (মাইক), মোহাম্মদ আব্দুল কাদির (টিউবওয়েল), মোঃ সফিক মিয়া খন্দকার সরদার (চশমা)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার (পদ্ম ফুল), মোছাঃ মমতাজ বেগম ডলি (প্রজাপতি) ও মিস রুবিনা আক্তার (ফুটবল)।
আজ বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। শায়েস্তাগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫৫ হাজার ৬৭৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৫৩২ ও নারী ভোটার ২৮ হাজার ১৪৭ জন। ভোটকক্ষের সংখ্যা ১৪৯টি।