স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম (সেবা) বলেছেন আগামী ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জনগণের অংশগ্রহণে উৎসবমুখর, আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এখানে কোন বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। আমরা দাঙ্গাকারীদের তালিকা তৈরি করেছি। যারা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে বা দাঙ্গায় অংশগ্রহণ করবে বা কোন রকম উস্কানি দিবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
বুধবার (১৫ মে) বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নির্বাচনকালীন বিভিন্ন আচরণবিধি এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছা: জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং অফিসার প্রভাংশু সোম মহান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল); অফিসার ইনচার্জ, বাহুবল মডেল থানা; উপজেলা নির্বাচন অফিসার, বাহুবল। অনুষ্ঠানে নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ, নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।