প্রতিবন্ধীকে নিয়ে ফেসবুকে মানহানীকর পোস্ট
স্টাফ রিপোর্টর ॥ বাহুবলে প্রতিবন্ধীকে জড়িয়ে মানহানিকর লেখা পোস্ট করায় এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়ন রাগুপাশা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোঃ তাহির মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিবাদী করা হয়েছে বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা নিছফা আক্তারকে। মামলাটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল নিছফা আক্তার তার নিজ আইডি থেকে প্রতিবন্ধী তাহির মিয়াকে জড়িয়ে মানহানিকর একটি লেখা পোস্ট করেন। ফেসবুকের এ লেখা ভাইরাল হওয়ার পর বাদীর পরিবার ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। এমনকি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবণতি হওয়ার আশঙ্কা দেখা দিলে তাহির মিয়া বাহুবল মডেল থানায় মামলা দায়ের করতে যান। থানা থেকে মামলাটি সাইবার ট্রাইব্যুনালে দায়ের করার পরামর্শ দেয়া হয়। পরে তাহির মিয়া ২৪ এপ্রিল সিলেট সাইবার ট্রাইব্যুনালে নিছফা আক্তারকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত বাহুবল মডেল থানাকে নির্দেশ দেন।