![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/010-3.jpg)
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরায় প্রাণ কোম্পানীর শ্রমিক ফুলতারাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পাষন্ড স্বামী রফিক উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ব্রাহ্মণডোরা গ্রামের হুরন মিয়ার পুত্র।
প্রসঙ্গত, গত ৭ মে প্রাণ কোম্পানী থেকে বাড়ি ফেরার পথে স্বামী রফিকের ছুরিকাঘাতে ফুলতারা আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুলতারা মারা যায়।
পুলিশ জানায়, রফিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com