স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। বিগত দিনে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য উপজেলা পরিষদে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগতভাবেও এলাকায় সার্বিক উন্নয়নে কাজ করেছি। জনসাধারণ কেউ বলতে পারবে না উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য করেছি। যাতে জনসাধারণের উপকার হবে তাই করা হয়েছে। তাই আগামী নির্বাচনে অতীতের মতো আবারও তাকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার অনলাইনে মাধবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমাদান শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম শামীম, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, বুল্লা ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, নোয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম জাবেদ, সাবেক কাউন্সিলর হাজী গোলাপ খান, বিশিষ্ট সমাজসেবক হাজী অলিউল্লাহ, সুমন চৌধুরী, জালাল আহম্মদ, ফিরোজ মিয়া, মোস্তফা কামাল বাবুল, জয়নাল মহালদার, বকুল মেম্বার, আব্দুল কুদ্দুছ মেম্বার, এখলাছুর রহমান ভূইয়া, ইউপি সদস্য দুলাল চন্দ্র ঘোষ, খসরু মিয়া, শ্যামলী রানী দেব, হিমাংসু দেব, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত নেতা মনি ভাউরী, এনামুল হকসহ এলাকার মুরুব্বী ও যুবকরা। বিগত দিনে উপজেলা পরিষদের পক্ষ থেকে এলাকার শিক্ষা বিস্তার ও গ্রামীণ রাস্তা-ঘাট উন্নয়নে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী অতীতের ন্যায় এবারও সৈয়দ মোঃ শাহজাহানকে বিজয়ী করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। এর আগে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করেন হয়রত মাওলানা কামরুল হাসান।