নিজস্ব প্রতিনিধি ॥ পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যদি পরিবেশের সাথে বিরূপ আচরণ করি, তাহলে দিন দিন পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে না। তাই পরিবেশ রক্ষায় আমার নিজ সংসদীয় এলাকা চুনারুঘাট-মাধবপুরে আগামী মাসেই দুই লাখ গাছের চারা লাগাবো। হবিগঞ্জের চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও আর্থিক সহযোগিতা প্রদানকালে এসব কথা বলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।
শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদের হলরুমে ৮৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন, ৩ হাজার টাকা এবং ৩০ কেজি করে জিআর চাল দেয়া হয়েছে। বাকি ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যায়ক্রমে এ সহায়তা দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভারপ্রাপ্ত ইউএনও মাহবুব আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, পিআইও প্লাবন পাল সহ আরো অনেকে।