![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/04/Untitled-5.jpg)
মোটর সাইকেল থেকে পড়ে যাওয়া গো-খাদ্যের বস্তা উঠানোর সময় এনা পরিবহনের বাস চাপা ঘটনাস্থলেই মারা যান লাদেন
মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় আলকাছ মিয়া লাদেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবীকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাদেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র। তিনি ক্ষুদ্র যানবাহন বেচাকেনাসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার মিরপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে গো-খাদ্য নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবীকোনা (প্রকাশিত চারগ্রাম) নামক স্থানে পৌঁছান। এ সময় তার মোটর সাইকেলে থাকা গো-খাদ্যের বস্তাটি পড়ে গেলে সাইকেল থামিয়ে উঠানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক পেছন থেকে আসা দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই লাদেনের মৃত্যু হয়। খবর পেয়ে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেন জানান, দুর্ঘটনায় নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।