স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে খ্যাত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদের উদ্যোগে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করেছে বাংলাদেশ পুলিশ। এ কর্মসূচির আওতায় বাংলাদেশের ৫১৯টি থানায় ৫২০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি ঘর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার ৯টি থানায় ৯টি গৃহহীন পরিবারকে ৯টি ঘর উপহার দেয়া হয়। গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জ সদর থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হবিগঞ্জ উপজেলার পইল ইউনিয়নে পূর্ব পৈলের মৃত আব্দুল কুদ্দুছের স্ত্রী সুবিধাভোগী ফুলচাঁন বিবির নিকট চাবি হস্তান্তর করেন। এ সময় তিনি সুবিধাভোগীর হাতে নগদ অর্থ ও ইফতারসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, সদর থানার ওসি মাসুক আলী।