স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার টুপিয়াজুড়ি গ্রামে মাদকসেবীর হামলায় আবুল হোসেন (৪০) নামে এক টমটম চালক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে টুপিয়াজুড়ি গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।
আহত সূত্রে জানা যায়, টুপিয়াজুড়ি গ্রামের মোতাব্বির হোসেনের পুত্র সাজন মিয়া (২৫) একজন মাদকসেবী। দীর্ঘদিন ধরে সে আবুল হোসেনকে মাদকের টাকার জন্য বিরক্ত করে আসছে। বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে সাজনের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সাজন তাকে পিটিয়ে আহত করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com