স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাহুবল উপজেলার রশিদপুর বাজারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশিরসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এবং বাজারের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১০ এপ্রিল বাজারের ব্যবসায়ী অজিত পালের দোকানে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম। এ সময় পরিদর্শক এমদাদুল্লাহ বার বার মোবাইল ফোনে অপরপ্রান্তের কারো কাছ থেকে ‘কোথায় রাখা হয়েছে’ জানতে চাচ্ছিলেন। পরে দোকানের কাপড় কাটার টেবিলের নিচের অংশ থেকে একটি জর্দার কৌটা জব্দ করে অজিত পালকে গ্রেফতার করা হয়। আশপাশের ব্যবসায়ীরা কৌটায় কি আছে জানতে চাইলে কৌটা না খুলেই ‘কৌটায় ইয়াবা আছে’ বলে দাবি করেন ওই পরিদর্শক। অভিযানকালে স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে গেলে তাদের ফোন নিয়ে নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের লোকজন। পরে ১৫ পিস ইয়াবা জব্দ দেখিয়ে অজিত পালের বিরুদ্ধে বাহুবল থানায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয়দের দাবি, ওই এলাকার শ্মশানঘাটের জমি দখল সংক্রান্ত মামলার বাদি হওয়ায় অজিত পালকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের যোগসাজশে ফাঁসিয়েছে একটি চক্র। স্থানীয়রা জানান, চাঁদপুর জেলায় কর্মরত থাকাকালে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে গত বছরের ২১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের হয়।