মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা’র মাধ্যমে ১লা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন করেছে মাধবপুরের ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু ফয়সল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর ও মাধবপুর থানার উপ পরিদর্শক মোঃ ওয়াহেদ গাজী।
আল হিকমা বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক সাদমান জহিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল বলেন- আগামীতে আরও বৃহৎ পরিসরে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়া, অফিস সহকারী তপন দেব, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শ্যামলি রানী দেব, সুমা র‌্যালি, সাফিয়া খাতুন, সাধারণ সদস্য বাবুল র‌্যালি, দুলাল ঘোষ, খসরু মিয়া, মোঃ ইসলাম উদ্দিন, সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল সরকার, আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান আক্তার, নোয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু বণিক প্রমূখ।