স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্ব¡াবধানে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম। জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা ও দায়রা জজ মোঃ নাসিম হোসেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, উপজেলা চেয়ারম্যানগণের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নূরুল আমিন ওসমান। উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মাধবপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, বাহহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান সহ, বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তৃতাকালে জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, দেশের উন্নয়নে সব চেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে স্থানীয় সরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ হচ্ছে তৃণমুল পর্যায়ের প্রাণ। ইউনিয়ন চেয়ারম্যানগণ দেশের উন্নয়নে সক্রিয়ভাবে সহযোগিতা করলে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভিশন ৪১ ঘোষণা করেছেন। সে লক্ষ্যে সকলে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অচিরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।