বোর্ডের সভাপতি মিজানুর রহমান চকদার ও সচিব এমদাদুল ইসলাম সোহেল
মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সমিতির সদর দপ্তর শায়েস্তাগঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) অজয় কুমার চক্রবর্তীর পক্ষে চেয়ারম্যানের বাণী পাঠ করেন বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন আকন্দ। পর্যায়ক্রমে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড সভাপতি মিজানুর রহমান চকদার, জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ^াস, সমিতি বোর্ড সচিব মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল কবির লস্কর নিজ নিজ প্রতিবেদন পাঠ করেন। পরে সমিতির গ্রাহক কুপনের লটারী ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সমিতি বোর্ডের বিভিন্ন এলাকার পরিচালকগণ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ছাড়াও শত শত গ্রাহক উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভাকে আকর্ষণীয় করতে পিঠার স্টলের আয়োজন করা হয়। এর আগে সকালে বেলুন-পায়রা উড়িয়ে এ সভার উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিকেলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি পদে ৪র্থ বারেরমত মিজানুর রহমান চকদার, সহ-সভাপতি পদে মোহাম্মদ রেজাউল কবির লস্কর, সচিব পদে ৩য় বারেরমত দৈনিক লোকালয় বার্তার সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল ও কোষাধ্যক্ষ পদে মোঃ জহিরুল ইসলাম নির্বাচিত হন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com