‘ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নবীগঞ্জ কৃষি ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক দীপঙ্কর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার প্রবীর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা এ এইচ এম মাহবুবুল বাসেত ভূঞা ও হবিগঞ্জের সিআরএম সোহরাব জাকির। সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শত গ্রাহক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। গ্রাহক সেবার মান, নানা পরামর্শ ও অভিজ্ঞতা-অনুভূতি ব্যক্ত করে ১৫ জন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গ্রাহকদের নানা প্রশ্নের জবাব দিয়ে পরামর্শগুলো সাদরে গ্রহণ করেন এবং কৃষি ব্যাংকের সেবা গ্রহণের আহবান জানান।
এ ছাড়াও নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, কৃষি ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার মোঃ আবদুস সবুর, নিকটবর্তী শাখা সমুহের ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিকেবি হবিগঞ্জ শাখার সিনিয়র অফিসার মোঃ আব্দুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com