স্টাফ রিপোর্টার ॥ বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে প্রায় ২০ হাজার মানুষ নিয়ে ‘বিজয় র্যালি’ করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল দুপুরে পুরো শহর প্রদক্ষিণ করে তাঁর নেতৃত্বাধীন র্যালিটি। জেলা সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ উপজেলা ও দুটি পৌরসভা আওয়ামী লীগের ব্যানারে বিজয় র্যালিতে দলীয় নেতাকর্মীসহ প্রায় ২০ হাজার ভোটার উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর আগে লোকজন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হন। সদরের বাইরে থেকে আসা সমর্থকদের সঙ্গে ব্যান্ডপার্টি ও সাউন্ড সিস্টেম ছিল। দুপুর ১টায় দিকে ঈদগাহ ও সামনের সড়ক জনারণ্যে পরিণত হয়।
এরপর এক র্যালি পুরো শহর প্রদক্ষিণ করে। অধিকাংশ লোকজনের হাতে এমপি আবু জাহির এর নৌকা প্রতীক সংবলিত পোস্টার এবং কাঠ দিয়ে তৈরী নৌকা দেখা গেছে। নৌকার শ্লোগানে মুখর হয় পুরো শহর।
র্যালির সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নতুন কিছু নয়। এবারও ষড়যন্ত্র চলছে; সেই ষড়যন্ত্র নস্যাৎ হবে ৭ জানুয়ারি ভোট উৎসবের মধ্য দিয়ে। এ সময় র্যালিকে জনারণ্যে পরিণত করায় আওয়ামী লীগ ও প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
সভায় এমপি আবু জাহিরের পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল তাঁর বাবার জন্য ভোট চেয়েছেন। তিনি বলেন, “আমার বাবা আপনাদের অত্যন্ত ভালবাসেন- জানতাম। আজ আমার বাবার প্রতি আপনাদের ভালবাসাও সামনাসামনি উপলব্ধি করলাম। সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন ব্যারিস্টার ইফাত।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সঞ্চালনায় সেখানে আরও বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ অসীত রঞ্জন দাশ, অ্যাডভোকেট আফীল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, ডাঃ দেবপদ রায়, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, সাবেক মেয়র মিজানুর রহমান, লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাঈফ ই রহমান তন্ময়, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ। এছাড়াও হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা এবং পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্যসহ বিভিন্ন পেশাজীবী লোকজন র্যালিতে অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com