শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের ২০২৩-২০২৫ মেয়াদের (দ্বিবার্ষিক) কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পৌরশহরে থানা রোড (ড্রাইভার বাজার) এলাকায় শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে পুরনো কমিটি বিলুপ্ত করে নয়া কমিটি গঠন করা হয়।
দৈনিক প্রতিদিনের সংবাদ ও আজকের সিলেট ডটকম এর শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরকে সভাপতি ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক সফিককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ মুহিত চৌধুরী। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সৈয়দ ইকবাল হোসেন (দৈনিক যুগভেরী), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফুল মিয়া (দৈনিক লাখো কন্ঠ), কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম বাবুল (দৈনিক প্রভাত বেলা), সাংগঠনিক সম্পাদক কাজী মহারাজ মিয়া (দৈনিক শ্যামল সিলেট), প্রকাশনা- তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত (সাপ্তাহিক জনতার দলিল), দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ শাহাব উদ্দিন (দৈনিক বিবিয়ানা), নির্বাহী সদস্য মোঃ হাছান আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক খোয়াই), মোঃ জুয়েল চৌধুরী (দৈনিক প্রতিদিনের বাণী), মোঃ আব্দুল মোতালিব (দৈনিক খোলা চিঠি)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com