নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নে শহর সমন্বয় কমিটি (টি.এল.সি.সি) পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, পৌরভবনের বিষয়ে একটি সুসংবাদ আসবে আগামী ফেব্রুয়ারিতে। জানুয়ারির মধ্যেই যেন পৌরবাসী বিশুদ্ধ পানি পেয়ে যান, সেজন্য আমি আমার পরিষদকে নিয়ে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে বলেন, ২৫ কোটি টাকার মাস্টার ড্রেনের কাজ শেষের দিকে, এর মাধ্যমে পৌরসভার ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি ওয়ানওয়ে হওয়ার সুযোগ এসেছে। পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের পথে রয়েছে। আগামী বছরের মধ্যে বাস সিএনজি সালামতপুর বাসস্ট্যান্ডে চলে যাবে ইনশাআল্লাহ। আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই মুক্তিযোদ্ধা চত্বর এবং ২০২৪ সালের মধ্যে নবীগঞ্জ বাজার পয়েন্টের সৌন্দর্য বর্ধন চত্বর নির্মিত হবে। তিনি ৩১ ডিসেম্বর সকাল ১১টায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটি (টিএলসিসি) এর সভায় সভাপতির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম শরীফ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ ব্র্যাক ব্যবস্থাপক মো. আবু রায়হান, নবীগঞ্জ আশার ব্যবস্থাপক মো. সৈয়দ আলী, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক রুহুল আমিন চৌধুরী, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শ্রমিকনেতা আহমদ ঠাকুর রানা প্রমুখ।