নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, জেলা পরিষদের সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আব্দুস সামাদ, ওসি (অপারেশন) দিলীপ কান্তি নাথ, এসআই স্বপন চন্দ্র সরকার, হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৪ সালের নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহবায়ক ফজলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এম, এ বাছিত প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিচয় করে দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com