বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী, আব্দুর রেজ্জাক, আ.ক.ম. উস্তার মিয়া তালুকদার, শামীম আহমেদ, কামরুজ্জামান বশির, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুর্শেদা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুমাইয়া খাতুন, বাহুবল মডেল থানার সাব ইন্সপেক্টর জসিম উদ্দিন, ডিএনআই সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com