স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে আতাব আলী নামে হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামীকে পিটিয়ে আহত করেছে বাদীপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আতাব আলী জানান, গত ৮ এপ্রিল বিকেলে কুশিয়ারতলা গ্রামের সাবেক মেম্বার আজমান মিয়া ও কাছম আলীর লোকজনের মাঝে গ্রাম্য বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর মিয়া নামে একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আজমান মিয়াকে প্রধান আসামী করে ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত জাহাঙ্গীরের ছেলে কুহিনুর মিয়া বাদী হয়ে আদালতে মামলাটি করেন। এছাড়া ওই সংঘর্ষের পূর্বে উভয়পক্ষের আরেকটি সংঘর্ষে আহত ইছাক মিয়া নামে এক ব্যক্তি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। ওই মামলাগুলোর আসামী আতাব আলী। সম্প্রতি আতাব আলী জামিনে মুক্তি পাওয়ার পর গতকাল সকাল ১০ টার দিকে তার নতুন বাড়িতে মাটি ফেলতে ৫টি ট্রাক্টর নিয়ে যান। প্রতিপক্ষের লোকজন আতাব আলীকে মাটি ফেলতে বাঁধা দেন। এনিয়ে তাদের সাথে আতাব আলীর তর্কবির্তক হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতাব আলীর উপর অতর্কিত হামলা চালায়। এতে আতাব আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আতাব আলীর অভিযোগ, হামলাকালে তার কাছ থেকে মাটি কাটার নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com