মাধবপুর প্রতিনিধি ॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বাংলাদেশের সব সরকারি বিদ্যালয়ের মতো মাধবপুর উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজে ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল্লাহ ভূঞা’র সভাপতিত্বে লটারি কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি মোঃ নাছির উদ্দীন খাঁন। উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য সৈয়দ শামছুল আরেফীন রাজিব, সমাজসেবক শেখ আব্দুল জলিল মনু সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।
বিদ্যালয়টিতে ভর্তির জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫৭ জন শিক্ষার্থী আবেদন করে। সেখান থেকে ১ম ধাপে ৪টি শাখায় লটারির মাধ্যমে ২২০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com