বরযাত্রীবাহী গাড়ি দুপুরের পরিবর্তে গন্তব্যে পৌঁছে সন্ধ্যায়
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে সড়কের কদমতলী এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জের সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, নোহাসহ বিভিন্ন যানবাহনের চালকরা। গত বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের পরিমাণ কমে যাওয়ায় এটি বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকাগুলোতে সিএনজি অটোরিকশা তেমন একটা চলাচল করতে দেখা যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। হবিগঞ্জের পোদ্দার বাড়ি এলাকার ফিলিং স্টেশন চালু থাকায় তুলনার চেয়ে অতিরিক্ত যানবাহনের লাইন দেখা যায়। এদিকে বেশ কয়েকটি বিয়ের গাড়িকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চালকরা জানান, শায়েস্তাগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় এ সমস্যা দেখা দেয়। অনেকেই সন্ধ্যায় গ্যাস নিয়ে বরযাত্রী বাহি গাড়ি গন্তব্য স্থানে পৌঁছেন। তবে দুই একদিনের মধ্যে তা সমাধান হতে পারে বলে সূত্র জানিয়েছে। গতকাল পোদ্দার বাড়ি পাম্প থেকে ২নং পুল এবং একই স্থান থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত দুই পাশে সারিবদ্ধভাবে সিএনজি ও নোহা গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে সিএনজি চালকরা এ অজুহাতে অতিরিক্ত ভাড়া নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।