সভা-সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে হবিগঞ্জ শহরে মুখে কালো কাপড় বেঁধে বামজোটের কেন্দ্রীয় কর্মসূচী পালন করা হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় স্থানীয় খোয়াইব্রীজ চত্বরে হবিগঞ্জ জেলা বামজোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, অ্যাডভোকেট জিলু মিয়া, রনজন কুমার রায়, এ.আর.সি কাওছার প্রমুখ। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিবি সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, বাসদ নেতা ফয়সল আহমেদ, সিদ্দিকী হারুন, লোকমান মিয়া, কাজল চক্রবর্তী,আলী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন- রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী, এই নিষেধাজ্ঞা জনগণ মানে না। সাজানো পাতানো তামাসা ও ভাগাভাগির নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন নেই। একজন নাগরিকের ভোট না দেওয়ারও অধিকার আছে। তাই বামজোট একতরফা নির্বাচন বয়কট করেছে এবং জনগণকে আহবান জানাই এই ভোট বয়কট করুন, ৭ জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করুন। এই নির্বাচনের মাধ্যমে গরীব, শ্রমজীবী মানুষের ভাগ্যের বদল হবে না, এমপি-মন্ত্রীরা অঢেল সম্পদের মালিক হবে। যা আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি। তাই সকল শ্রেণিপেশার গণমানুষকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনে শামিল হওয়ার আহবান জানাই। প্রেস বিজ্ঞপ্তি