মোঃ আক্তার হোসেন ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইটে রেললাইনের ওপর অবৈধ বাজার বসায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। তারপরও এই বাজারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, এখানে অবৈধ বিদ্যুত সংযোগ ব্যবহার করা হচ্ছে। গতকাল সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র তোরাব আলী (৫০) রেল লাইন পার হতে গেলে অবৈধ বাজার থাকার কারণে পার হতে না পারায় সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কার শিকার হন। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে গেলেও অল্পের জন্য তিনি রক্ষা পান। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরকম আরও অনেক ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র জানায়, প্রতিদিন সিলেট, ঢাকা, চট্টগ্রাম লাইনে আন্তঃনগরসহ প্রায় ১৫টি ট্রেন চলাচল করছে। ট্রেন আসার সাথে সাথেই তারা সরে পড়ে। ট্রেন চলে গেলে বাজার বসে। এতে আরও বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com