মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভারতীয় মদসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে বিজিবি’র একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা হতে একই ইউনিয়নের মোহনপুর কাদিরহাটি গ্রামের মোঃ আলাউদ্দিনে স্ত্রী মোছাঃ আসমা বেগমকে (৩৫) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ভারতীয় ৯ বোতল ম্যাগ ডুয়েল উদ্ধার করে বিজিবি’র জওয়ানরা। সন্ধ্যায় উদ্ধারকৃত মদসহ আসমা বেগমকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ আরমান আরিফ মদসহ আসমা বেগমকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধে সরাইল ২৫ বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com