স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তৌহিদুল ইসলাম সোহেল। দীর্ঘদিন যাবত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা তৌহিদুল ইসলাম সোহেল ২০২২ সালের ১ জুলাই হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। এর আগে একই শাখার সহসভাপতি ছিলেন তিনি। ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার পর ছাত্রলীগের আদর্শকে লালন করে সততার সাথে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার চেষ্টা করেন সোহেল। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ছাত্রলীগের হবিগঞ্জ সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে পদত্যাগ করেন বলে জানান তৌহিদুল ইসলাম সোহেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com