স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে ট্রফিক আইন মেনে চলতে হবে। রাস্তায় শৃংখলা আনতে যেখানে সেখানে টমটম পার্কিং করা যাবে না। টমটম পরিবহন শ্রমিকদের উপস্থিতিতে তামাক বিরোধী উদ্বুদ্ধকরণ সভায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এসব কথা বলেন। তিনি বলেন,‘তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার নির্মূল করতে আমরা কর্মসূচী চালিয়ে যাচ্ছি। টমটম চালকদের ধূমপান করতে দেখলে ব্যবস্থা নেয়া হবে।’ আতাউর রহমান সেলিম বলেন,‘আমরা শহরকে যানজট মুক্ত করতে চাই। ইতিমধ্যে যানজট নিরসনে আমরা বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছি। স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। বিশেষ করে টমটম চালকদেরকে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলতে হবে। যেখানে সেখানে যাত্রী উঠানো নামানোর কারণে রাস্তায় যানজট দেখা দেয়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।’
মঙ্গলবার দুপুরে পৌর টাউন হলে ২য় দিনের মতো অনুষ্ঠিত তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে টমটম পরিবহন শ্রমিকদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন মেয়র আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে তামাক বিরোধী ভিডিও ফুটেজ উপস্থাপন করেন হবিগঞ্জ পৌরসভার তামাক বিরোধী ফোকাল পার্সন ও পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। ওই সভায় হবিগঞ্জ শহরের প্রায় ৩ শ টমটম চালক ধূমপান করবেন না বলে শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান মেয়র আতাউর রহমান সেলিম। সোমবার ২শ চালক শপথ নিয়েছিলেন।
অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, শেখ সুমা জামান, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) আবদুল কদ্দুছ শামীম, হবিগঞ্জ পৌর টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা।