মাধবপুর দলিল লেখক সমিতির নির্বাচনে শতভাগ ভোট কাস্টিং
স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলার চারাভাঙ্গা সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের সংগঠন মাধবপুর উপজেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পদে আহমেদ আব্দুর রব এনাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ এবং সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। ৭ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার চারাভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
দলিল লেখক সমিতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান চকদার জানান, সমিতির ভোটার সংখ্যা ৬৭ জন। শতভাগ ভোট কাস্ট হয়েছে। সভাপতি পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন আহমেদ আব্দুর রব এনাম। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে জহর লাল শাহজি পান ২৪টি ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি মোঃ তৌহিদ মিয়া পেয়েছেন ২৯ ভোট। সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ শামসুল ইসলাম পেয়েছেন ২৮ ভোট।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com