স্টাফ রিপোর্টার ॥ একই নাম্বার প্লেইট ব্যবহার করে হবিগঞ্জ শহরে চলছিল ৪টি টমটম। বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে। অবশেষে এর বিরুদ্ধে অভিযানে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৌরসভার অভিযানে ধরা পড়ে বহুলা গ্রামের জনৈক ফরিদ মিয়া একই নাম্বার প্লেইট ব্যবহার করে হবিগঞ্জ শহরে ৪টি টমটম পরিচালনা করছেন। পৌরসভার টিম ওই ৪টি টমটম আটক করে জব্দ করে। মঙ্গলবার পৌরসভার মাঠে মেয়রের উপস্থিতিতে এক্সকাভেটর দিয়ে সবকটি টমটমকে গুড়িয়ে দেয়া হয়। এ সময় মেয়র আতাউর রহমান সেলিম বলেন- যানজটের কারণে মানুষের ভোগান্তি লাঘব করার জন্য আমরা দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অথচ আইন অমান্য করে কেউ কেউ আমাদের প্রচেষ্টাকে বাঁধাগ্রস্ত করছেন। আমরা ৪টি গাড়ী ধ্বংস করে অন্যদেরকে একটি বার্তা দিতে চেয়েছি, যাতে কেউ আইন অমান্য না করে এবং যানজটের ভোগান্তি থেকে মানুষ মুক্তি পায়। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল, হবিগঞ্জ পৌর টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।