মো. মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে মাদকসেবন ও সংরক্ষণ করার অভিযোগে ৪ জনকে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডিতদের মধ্যে মলি রবিদাস, দেবু রবিদাস, হেমিয়া রবিদাস প্রত্যেককে ১ বছর করে কারাদন্ডসহ ৫০০ টাকা করে জরিমানা ও আবু তাহের মিয়াকে ১৫ দিনের কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই দন্ড প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যক্তিদেরকে দন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম এবং শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com