চমকপুরে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মজিদ খান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন- স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা একাডেমীক ভবনের উদ্বোধন উপলক্ষে চমকপুর গ্রামবাসীর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। তিনি বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার। এ জন্য তিনি সারাজীবন লড়াই-সংগ্রাম করেছেন। কিন্তু জীবদ্দশায় অল্প সময়ের কারণে অনেক কিছু করতে পারেননি। একসময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না। তিনি আরো বলেন- স্বাধীনতার পর আমি এমপি নির্বাচিত হয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করেছি। আমি সকলের সহযোগিতায় এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। ইউপি চেয়ারম্যান এরশাদ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, ওসি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ফরিদ আহমেদ, হাফেজ শামরুল ইসলাম, শেখ মিজানুর রহমান, সুষেনজিৎ চৌধুরী, আনোয়ার হোসেন ও আরফান আলী।
উল্লেখ্য, স্কুলটি ২ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বানিয়াচং।