মোঃ আক্তার হোসেন ॥ হবিগঞ্জ শহরের পাসপোর্ট অফিস থেকে আটক রোহিঙ্গা কিশোরীর রিমা- শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে সে ও তার সাথে থাকা দালাল আমানুর রশিদ মাহি ৫ জনের নাম প্রকাশ করেছে। তাদের মাধ্যমেই তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গা নারীদের পাসপোর্ট বানিয়ে দিচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। তবে পুলিশ তা যাচাই বাছাই করে ৫ জনকে আটকের চেষ্টা চালাবে। গতকাল সোমবার বিকালে রোহিঙ্গা নারী রোকেয়াকে তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলাম রিমা- শেষে কারাগারে প্রেরণ করেন। এদিকে এ মামলার অন্যতম আসামি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শাহ হারুন মিয়ার পুত্র আমানুর রশিদ মাহি আটক হয়ে কারাগারে রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওই নারীকে নিয়ে প্রভাব খাটিয়ে পাসপোর্ট করাতে যায় মাহি। বিষয়টি সহকারি পরিচালক বজলুর রশিদের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা করেন। এর আগে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মাহি। এতে ৫ জনের নাম প্রকাশ করে সে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com