উত্তম কুমার পাল হিমেল ॥ সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্স রবিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- নারী ও শিশু নির্যাতন দমন মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলার চৌকি গ্রামের মৃত জগত বিহারী দাশের পুত্র জীবন কান্ত দাশ, জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী শৈলা রামপুর গ্রামের সুরুজ আলীর পুত্র ওমর আলী (৩৮) ও মোঃ সফর আলী (৩৫), নাঃ শিঃ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বারইকান্দি গ্রামের মৃত আঃ নুরের পুত্র মাহিদ মিয়া। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ওসি মোঃ মাসুক আলী বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com