মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সলর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “সিলেটের জনগণের জীবন মান ও উন্নয়ন দেখলে কোনো কোনো ক্ষেত্রে মনে হবে আলোর নিচে অন্ধকার। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা অথচ শিক্ষা-চিকিৎসা ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এখানে বিত্তশালীদের পাশাপাশি চরম দরিদ্র লোকজনও বসবাস করেন। অনেকে লোকলজ্জায় হাতও পাততে পারেন না। তাই রাষ্ট্রের পাশাপাশি বিত্তবানদের এসকল দরিদ্রদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের অদম্য উন্নয়নের পেছনে রয়েছে প্রবাসী আয়, তৈরী পোষাক রপ্তানী ও তরুণ জনগোষ্ঠির অক্লান্ত পরিশ্রম। প্রবাসীরা যদি কোন কারণে নাখোশ হয়ে যান তাহলে রেমিট্যান্স কমে আমাদের রির্জাভে টান পড়বে। মনে রাখতে হবে প্রবাসীরা হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সন্তান। দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে। প্রবাসীদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে।” গত ২৬ অক্টোবর সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর গ্রামের সৈয়দ আব্দুল মালিক এর বাড়ীতে মালিক-নুরজাহান ফাউন্ডেশন’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস চেকআপ ও ঔষুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
যুক্তরাজ্যে প্রবাস জীবনের অভিজ্ঞতায় ভাইস চ্যান্সলর ড. মোহাম্মদ জহিরুল হক আরো বলেন, “প্রবাসীদের দেশের প্রতি মায়া-আবেগ বেশি থাকে। সেই জন্য তারা বার বার দেশে ছুটে আসেন। তারা মনে করেন দেশের মানুষের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে সৈয়দ মুমিনের মতো ব্যক্তিরা ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা জনহিতকর কাজ করে যাচ্ছেন।”
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সমাজকর্মী সৈয়দ শিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com