স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার একটি বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরির সময় রুবেল কৃষ্ণ রায় নামে এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। আটক রুবেল আজমিরীগঞ্জ উপজেলার সমীপুর গ্রামের মৃত উপেন্দ্র রায়ের পুত্র ও বর্তমানে শহরের নাতিরপুর এলাকায় বসবাস করে আসছে।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে বাইসাইকেল, গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে আসছে। গতকালও একই কায়দায় চুরি করতে যায় রুবেল। বাসার মালিক বিষয়টি আঁচ করতে পেরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com