চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নানের মা হাজী সোনাজান বিবি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ১২ টা ৪০ মিনিটে নিজ বাড়ি চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল বাদ আছর মরহুমার জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোনাজান বিবি বড়াইল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com