যুগোপযোগী শিক্ষা নিশ্চিতের জন্য কাজ করছে সরকার ॥ এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ ছেলেমেয়েদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষায় বর্তমান সরকারের বাস্তবমুখী নানা উদ্যোগের ফলে তরুণ প্রজন্মকে লেখাপড়া শেষে আর বেকার থাকতে হচ্ছে না।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২য় ও ৩য় তলা সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংসদ সদস্য এ সময় শিক্ষাসহ সকল ক্ষেত্রে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট চান। এ সময় উপস্থিত অভিভাবকরা হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন। পরে এমপি আবু জাহির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জানা গেছে, ৯৭ লাখ টাকা ব্যয়ে ২য় ও ৩য় তলা সম্প্রসারণ করেছে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। একই অনুষ্ঠানে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় গেটের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার প্রমুখ।