নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রেলওয়ে পার্কিং থেকে জশনে জুলুস বের হয়। শহর প্রদক্ষিণ করে শেষ হয় রেলওয়ে পার্কিংয়ে এসে। এর আগে আহলে সুন্নাত ওয়াল জামাআত শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুসে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে আসা লোকজন পার্কিংয়ে জড়ো হয়। জশনে জুলুস শুরু হলে সড়কের পাশে দাঁড়ানো মানুষ তাদের স্বাগত জানায়। জশনে জুলুসে অংশ নেওয়া বেশির ভাগ মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ। হামদ, নাত ও দরুদ শরিফও পাঠ করছিল তারা।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com