কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে চিকিৎসা শেষে নিজ বাড়ী ফেরার পথে গাড়ীতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহন করেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ আছর দেওরগাছ অগ্রণী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদান করনে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com