“পৃথিবীকে রক্ষা ও জলবায়ূ ন্যায্যতা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানী থেকে বের হয়ে আসতে হবে। এতে বড় ভূমিকা রাখতে হবে শিল্পোন্নত ও ধনী দেশসমূহকে। ইতোপূর্বে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার ক্রমান্বয়ে হ্রাসের পরিকল্পনা করলেও অর্থনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা বহুজাতিক কোম্পানীসমূহ এবং ধনী ও শিল্পোন্নত দেশগুলোর বিরোধীতার ফলে এসকল পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাগুলো কার্যকরী কোন পদক্ষেপ নিতে পারেনি। তাই আগামী ২০ সেপ্টেম্বর ইউএনএসডিজি ক্লাইমেট অ্যাম্বিশন সামিটকে সামনে রেখে বৈশ্বিক জনমন গঠন ও স্থানীয় জনসচেতনতা সৃষ্টি করতে হবে।“ ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ‘জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহবান জানিয়ে বৈশ্বিক কর্মসূচী দিবস’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপর্যুক্ত কথাগুলো বলেন।
সুরমা রিভার ওয়াটার কিপার ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার, বাপা সিলেটের সভাপতি রোটারিয়ান জামিল আহমেদ চৌধুরী ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল এন্ড জাস্টিস বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান। বক্তব্য রাখেন প্রাধিকারের সাধারণ সম্পাদক তুষার কান্তি, গ্রীণ এক্সপ্লোর সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সিলেট সাইক্লিং ক্লাবের ইভেন্ট কো-অর্ডিনেটর রেজওয়ান আহমেদ সামি। জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে সিলেটে সাইকেল র্যালি আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে পাঁচ সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাধিকারের সভাপতি ও তরুণ জলবায়ু কর্মী মোঃ. মাহাদী হাসান। ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্রতি, সুরমা রিভার ওয়াটারকিপার, গ্রিন এক্সপ্লোরার সোসাইটি, প্রাধিকার এর উদ্যোগে বর্ণাঢ্য সাইক্লিং শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবে বিশ্ব এক জটিল সময় পার করছে। যা ইতিমধ্যে জাতিসংঘ বিশ্বব্যাপি মানবতার জন্য রেড অ্যালার্ট হিসেবে ঘোষণা করেছে। উন্নত দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ এ সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বণ নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগি হতে হবে।’ প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com