সাবাসপুর ও শ্যামপুর চ্যাম্পিয়ন
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া। বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, জনকণ্ঠের জেলা প্রতিনিধি বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী প্রমূখ। শেষে চ্যাম্পিয়ন সাবাসপুর এবং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com